বিএনএ বিনোদন ডেস্ক: প্রায় তিন সপ্তাহ হলো কারাগারে বন্দি বলিউড বাদশাহ শাহরুখপুত্র আরিয়ান খান। একাধিকবার জামিনের আবেদন খারিজ করেছেন আদালত। শাহরুখপুত্রের পক্ষে কোনো যুক্তিই ধোপে টেকেনি সেখানে। কিন্তু তবু আশা ছাড়তে নারাজ শাহরুখ এবং গৌরি। তাদের বিশ্বাস, ছেলে বাড়িতেই দীপাবলি উদযাপন করবে।
ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাতে জানিয়েছে, ছেলের জন্য নবরাত্রিতে উপোস করেছিলেন গৌরি। আরিয়ান না ফেরা পর্যন্ত কোনো রকম মিষ্টি তৈরি করবেন না। তাদের রাজপ্রাসাদসম বাড়ি ‘মান্নাত’ এর কর্মীদের এমনই নির্দেশ দিয়েছেন তিনি। খান পরিবারের ঘনিষ্ঠ সূত্রের খবর, এক কর্মীকে মধ্যাহ্নভোজের জন্য পায়েস রান্না করতে দেখে তড়িঘড়ি তাকে আটকে দেন গৌরি। এর পরেই নির্দেশ দেন, আরিয়ানের অনুপস্থিতিতে কোনো মিষ্টি তৈরি করা হবে না।
আরিয়ান গ্রেফতার হওয়ার পর থেকেই হতাশায় ভুগছেন গৌরি। সব কাজও আপাতত স্থগিত রেখেছেন তিনি। জানা গেছে, বিশেষ ধার্মিক না হয়েও দিনের একটি বিশেষ সময়ে প্রার্থনা করছেন তিনি।
গত ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেপ্তার হন আরিয়ান। আপাতত আর্থার রোড জেলে রয়েছেন তিনি। আজ ২০ অক্টোবর আবার তার জামিনের শুনানি হবে। আলোর উৎসব দীপাবলির আগে শাহরুখ-গৌরি ছেলেকে ফিরে পাবেন কিনা তা এখনো স্পষ্ট নয়।
বিএনএনিউজ২৪/এমএইচ