18 C
আবহাওয়া
৯:০৫ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিল্লির

কানাডায় ভারতীয় নাগরিকদের সতর্ক থাকার নির্দেশনা দিল্লির


বিএনএ, বিশ্বডেস্ক : কানাডায় ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের ‘সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের’ আহ্বান জানিয়েছে নয়াদিল্লি। বুধবার (২০ সেপ্টম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ আহবান জানানো হয়। খবর বিবিসি।

খবরে বলা হয়, উভয় দেশ একে অপরের কূটনীতিককে বহিষ্কার করার পাশাপাশি নিজেদের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার একদিন পর এ আহ্বান জানায়।

কানাডা বলছে, তারা শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের সংশ্লিষ্টতার বিষয়ে ‘বিশ্বাসযোগ্য অভিযোগের’ তদন্ত করছে।

তবে ভারত দৃঢ়ভাবে এ অভিযোগ অস্বীকার করে বলেছে যে, এ ধরনের অভিযোগ একেবারেই ‘অযৌক্তিক’।

বিশ্লেষকরা বলছেন, দেশ দুটির সম্পর্ক এখন সর্বকালের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় যে, কানাডায় ক্রমবর্ধমান ভারত-বিরোধী কার্যকলাপ, ঘৃণামূলক অপরাধকে রাজনৈতিকভাবে ক্ষমা করা এবং অপরাধমূলক সহিংসতার পরিপ্রেক্ষিতে তারা দেশটিতে ভ্রমণকারী বা বসবাসকারী ভারতীয় নাগরিকদের উদ্দেশে এই সতর্কতা জারি করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ
কোহলিকে জরিমানা অবৈধ বিদেশি নাগরিকদের ৩১ জানুয়ারির মধ্যে বৈধতা অর্জন করতে হবে বায়ুদূষণ থেকে রক্ষা পেতে Air Quality Index অনুসরণের আহ্বান অগ্নিকাণ্ডে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের ক্ষয়ক্ষতি নিরূপণে ২ টি কমিটি গঠন শিক্ষার মান উন্নয়নে সবার সহযোগিতা অপরিহার্য-প্রাথমিক গণশিক্ষা উপদেষ্টা তিতাসের অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে অভিযান অব্যাহত অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার ষড়যন্ত্রে জড়িতদের ছাড় নেই- আসিফ মাহমুদ ত্রিপুরাদের বাড়িতে অগ্নিসংযোগকারী বেনজীরের গুন্ডাদের রেহাই নেই-পার্বত্য উপদেষ্টা জোরারগঞ্জে জামায়াতের কর্মী শিক্ষা বৈঠক ও সম্মেলন সম্পন্ন রাজধানীতে নারীর মরদেহ উদ্ধার