37 C
আবহাওয়া
৯:০৯ অপরাহ্ণ - এপ্রিল ১৯, ২০২৪
Bnanews24.com
Home » নেত্রকোণায় জলবায়ু ধর্মঘট পালন

নেত্রকোণায় জলবায়ু ধর্মঘট পালন

নেত্রকোণায় জলবায়ু ধর্মঘট পালন

বিএনএ, নেত্রকোণা : নেত্রকোণার কলমাকান্দায় উপজেলার যুবসংগঠনের সদস্যরা জলবায়ু দূষণকারী দেশগুলোর প্রতি প্রতিবাদস্বরুপ “জলবায়ু ধর্মঘট” পালন করেছে। বুধবার (২১ সেপ্টেম্বর) কলমাকান্দা উপজেলা চত্বরে জলবায়ু পরিবর্তনে বিশেষ ভূমিকা পালনকারী জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত পরিবেশবাদি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজন করে।

এসময় যুবরা সমবেত হয়ে জলবায়ু ধর্মঘট, প্লে-কার্ড, ফেস্টুন নিয়ে প্রতিবাদ জানায়। এতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীও এসে জলবায়ু ধর্মঘটে সংহতি প্রকাশ করে। তারা বলেন, পৃথিবীকে আর উত্তপ্ত করোনা তবে বিলিন হয়ে যাবো আমরা। পৃথিবীর উন্নতদেশ কয়লা, তেল, গ্যাস, জীবাশ্ম জ্বালানি অধিকামাত্রায় ব্যবহার করো। আর পৃথিবীর জালবায়ু পরিবর্তনের বিষয়ে নীরব ভূমিকা পালন করছে।

তাদের পরিবেশ বিরোধী কর্মকান্ডের ফলে নিঃসরণ হচ্ছে মাত্রাতিরিক্ত কার্বন। ক্ষতি গ্রস্থ হচ্ছে ওজোন স্তর। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে বাড়ছে দুর্যোগ।

আদিবাসি যুব রুপা হাজং বলেন, “আমরা জলবায়ু দূষণের নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু আমরা জলবায়ু পরিবর্তনের দায়ী নই। আমাদের সীমান্তের পাহাড়ের ধ্বস দেখছি। জমির উপর বালির পড়ে জমি নষ্ট হয়ে যাওয়া দেখছি। আমাদের ভবিষ্যত জীবন আরো ভয়াবহ হয়ে উঠবে। তাই আজ পৃথিবীর ধনীদেশের প্রতি প্রতিবাদ করছি।’ জলবায়ু ধর্মঘট পালন করছি। হে ধনীদেশের মানুষেরা তোমারা থামো। তোমারা শুনো আমরা কি বলতে চাই।

সাংবাদিক খসরু খান বলেন, “উন্নত দেশের ভোগবিলাসের কারণে আমাদের ছোট ভূখন্ড তলিয়ে যাবে, তলিয়ে যাচ্ছে। আমাদের দেশ, পৃথিবীকে বাঁচাতে হলে পৃথিবীর ধনীদেশের প্রতিযোগিতা থামাতে হবে। প্রকৃতির দূষণ কমানোর জন্য তাদের প্রতি প্রতিবাদ জানাই। আজ যুবরা যে জলবায়ু ধর্মঘট পালন করছে আমি তাদের সাথে একাত্মতা ঘোষণা করি।

ধর্মঘট পালনের পর যুবরা ব্যানার ফেস্টুন নিয়ে উপজেলা চত্বর ঘুরে আসে। তারা জানিয়ে দেয় যে আমাদের প্রতিবাদ হলো উন্নত দেশের প্রতি। যারা এই জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী।

বিএনএ /বাবুল, এমএফ

Loading


শিরোনাম বিএনএ