33 C
আবহাওয়া
১১:৫৮ পূর্বাহ্ণ - জুন ৫, ২০২৩
Bnanews24.com
Home » বিলবোর্ডে লেগে আহত নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা

বিলবোর্ডে লেগে আহত নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা

বিলবোর্ডে লেগে আহত নারী ফুটবলার রিতুপর্ণা চাকমা

বিএনএ, ঢাকা: ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে বাফুফে ভবনে যাবার পথে  রাস্তার পাশে থাকা বিলবোর্ডে লেগে নারী ফুটবলার রিতুপর্ণা চাকমার মাথার একপাশ কেটে গেছে। সঙ্গে সঙ্গেই তাকে বাস থেকে নামিয়ে অ্যাম্বুলেন্সে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)নেওয়া হয়।

জানা গেছে, রিতুপর্ণার মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে। তবে সিএমএইচে ভর্তি রাখা হয়নি তাকে। কাটা জায়গায় সেলাই দেওয়া এবং প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দেওয়া হয় বাফুফে ভবনে।

ঘটনাটি ঘটে মূলত র‌্যাডিসন হোটেলের সামনে আসার পর। রিতুপর্ণা চাকমা মোবাইল দিয়ে নিজেদের বিজয় উদযাপন লাইভ করছিলেন। র‌্যাডিসন ব্লু হোটেলের সামনেই বাস একেবারে রাস্তার আইল্যান্ডের কিনারায় চলে যায়। যেখানে ঝুলানো বিলবোর্ডের কোনায় লেগে মাথার এক পাশ কেটে যায়।

নারী দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু জানিয়েছেন, রিতুপর্ণার মাথার একপাশ কেটে গেছে। প্রাথমিক চিকিৎসার পর অ্যাম্বুলেন্সে করে বিএফএফ ভবনে নেওয়া হয়েছে। সেখানে বাফুফের নিজস্ব ডাক্তার রয়েছেন। তাদের ব্যবস্থাপনায় পরবর্তী চিকিৎসা চলবে।

বিএনএ/ ওজি

Total Viewed and Shared : 18 


শিরোনাম বিএনএ