27 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে কলেজছাত্রীর মৃত্যু

সাতক্ষীরায় পরীক্ষা দিতে এসে কলেজছাত্রীর মৃত্যু


বিএনএ, সাতক্ষীরা : সাতক্ষীরা সরকারি কলেজে প্রাক-নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে এসে শরিফা আক্তার লিপি (২২) নামে এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল ১০টার দিকে কলেজে পরীক্ষা শুরুর আগে সিঁড়ি বেয়ে দোতলায় উঠতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাকে চিকিৎসকের কাছে নেয়া হলে মৃত ঘোষণা করা হয়।

শরিফা আক্তার লিপি সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি সাতক্ষীরা শহরের মাছখোলা ক্লাব মোড় এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের মেয়ে। তার রোল নম্বর- ২২১৬১২১।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, দেড় মাস আগে তার বিয়ে হয়েছিল।

পরিবারের বরাতে কলেজ অধ্যক্ষ আবুল হাশেম জানান, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পরীক্ষা শুরুর মুহূর্তে সিঁড়ি বেয়ে দোতলায় উঠার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শরিফা। এসময় তার মুখ দিয়ে গাঢ় তরল পদার্থ বের হতে থাকে। সহপাঠী ও শিক্ষকরা দ্রুত তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ