27 C
আবহাওয়া
৩:৫৪ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » রাবি স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে: তাবিথ আউয়াল

রাবি স্টেডিয়ামের উন্নয়নে কাজ করবে বাফুফে: তাবিথ আউয়াল


বিএনএ, রাবি : দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একমাত্র ক্যাম্পাস হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আছে পূর্ণাঙ্গ একটি স্টেডিয়াম রয়েছে । স্টেডিয়ামটিতে আরো সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং স্টেডিয়ামটির বাইরে আরো কিছু মিনি স্টেডিয়াম আয়োজনের চিন্তাভাবনা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন—এমনটাই জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আয়োজনে ক্যাম্পাসের স্টেডিয়ামে অনুষ্ঠিত বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন শেষে

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।

তাবিথ আউয়াল জানান, “গর্বের সাথেই বলছি স্পোর্টসে রাজশাহী বিশ্ববিদ্যালয় অনেক এগিয়ে আছে; তারা এরকম একটি স্টেডিয়াম পেয়েছে। এ স্টেডিয়ামটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলেই বরাদ্দ পেয়েছিল। আমরা এ স্টেডিয়ামটির উন্নয়নের জন্য কাজ করবো; এছাড়া স্টেডিয়ামটির বাইরে আরো কিছু মিনি স্টেডিয়াম করা যায় কি না—সেটিও আমরা বিবেচনায় রাখবো।”

বাফুফে সভাপতি আরো বলেন, “আশা করি রাজশাহী অঞ্চল থেকেও আগামীতে আরো অনেক তারকা খেলোয়াড় আমরা পাবো। ফুটবল ফেডারেশনের দায়িত্ব আছে অবকাঠামো তৈরি করে দেওয়া, ট্রেনিং ফ্যাসিলিটিস দেওয়া; তার সাথে সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৩১ দফা আছে, যেখানে বলা আছে যে আমরা শিক্ষার সাথে ক্রীড়াকে চর্চা করবো। প্রতিটি মানুষের জীবনে ক্রীড়াকে ব্যবহার করবো—একটা ভালো সমাজ এবং একজন ব্যক্তিকে গড়ে তোলার জন্য।”

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে উইমেন আন্তঃহল ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেয়েদের আবাসিক হলের প্রাধ্যক্ষগণ, জাতীয়তাবাদ আদর্শের শিক্ষকমন্ডলী এবং শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক মোসা. রোকসানা বেগম।

রাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক সর্দার জহুরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে কথা বলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মো. আমানউল্লাহ আমান। সভাপতিত্ব করেন রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী।

বিএনএনিউজ/ সৈয়দ সাকিব/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ