27 C
আবহাওয়া
৩:৫১ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ১ বছর পর জুবায়ের হত্যার আসামি আবির রহমান গ্রেপ্তার

১ বছর পর জুবায়ের হত্যার আসামি আবির রহমান গ্রেপ্তার


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধনকালে সংঘটিত সংঘর্ষে চাঞ্চল্যকর জুবায়ের হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবির রহমান রুবেল’কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম।

র‌্যাব জানায়, জুবায়ের উদ্দিন বাবু (২৬) চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার বাসিন্দা এবং সিটি গেইট এলাকায় মোবাইল ব্যাংকিং কোম্পানীতে কর্মরত ছিলেন। গত বছরের ২০ সেপ্টেম্বর   সন্ধ্যা আনুমানিক ৬টা ২৫ মিনিটের দিকে চান্দগাঁও থানাধীন পাঠানিয়া গোদা এলাকায় স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন উপলক্ষে খেলার আয়োজন করা হয়।  জুবায়ের উদ্দিন বাবু (২৬) উক্ত স্পোর্টস জোনের টার্ফে খেলা দেখার জন্য মাঠ এলাকায় অবস্থান করেন। স্পোর্টস জোনের টার্ফ উদ্বোধন শেষে খেলার শুরুর পূর্ব মূহূর্তে আবির রহমান রুবেল এবং তার অন্যান্য সহযোগীরা স্পোর্টস জোন এর মালিকের সঙ্গে পূর্ব শত্রুতার জেরে পূর্বপরিকল্পিতভাবে বিভিন্ন দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে স্পোর্টস জোনে প্রবেশ করে।

পরবর্তীতে চান্দগাঁও স্পোর্টস জোনের টার্ফে অবস্থান করা মালিক পক্ষ, আয়োজক কমিটির লোকজন সহ সাধারণ দর্শকদের উপর হামলা করে। এসময় জুবায়ের উদ্দিন বাবুসহ বেশ কয়েকজন  দর্শক গুরুতর  জখম হয়। মাঠে থাকা অন্যান্য দর্শকরা ভিকটিমকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে ভর্তির আগেই জুবায়ের মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় জুবায়েরের ভগ্নিপতি বাদী হয়ে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানায় ৪০ জন এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ২০/৩০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

র‌্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়,  মামলার এজাহারনামীয় পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি এবং ছায়া তদন্ত অব্যাহত রাখে। নজরদারির এক পর্যায়ে র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, এই হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবির রহমান রুবেল প্রকাশ রুবেল চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ২০ আগস্ট  চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানাধীন পলোগ্রাউন্ড এলাকায় অভিযান পরিচালনা করে আসামি আবির রহমান রুবেল প্রকাশ মোঃ রুবেল (২৮), পিতা-নুনু মিয়া, সাং-রিয়াজ উদ্দিন উকিল বাড়ি, থানা-চাঁন্দগাও, জেলা- চট্টগ্রাম’কে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য যে, গত ২৩ সেপ্টেম্বর ২০২৪ইং তারিখে চট্টগ্রাম মহানগরীর চাঁন্দগাও থানাধীন বরিশাল বাজার এলাকা হতে আরেক এজাহারনামীয় পলাতক আসামী মোঃ তারেক’কে গ্রেপ্তার করে।

বিএনএ/শাম্মী

 

 

Loading


শিরোনাম বিএনএ