26 C
আবহাওয়া
৮:২৬ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » ফের সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজ

ফের সংঘর্ষে জড়াল ঢাকা ও সিটি কলেজ


বিএনএ, ঢাকা: ফের সংঘর্ষে জড়িয়েছে রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজ।তবে প্রাথমিকভাবে আজকের সংঘর্ষের কারণ জানা যায়নি।  এর আগেও ওই প্রতিষ্ঠান দুটি বিভিন্ন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে নিউমার্কেট থানা এ সংঘর্ষের খবর জানতে পারে।

পুলিশ সূত্র জানায়, সংঘর্ষের কারণ জানা না গেলও এখন পর্যন্ত এ ঘটনায় দুই থেকে তিনজন শিক্ষার্থী আহত হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহফুজুল হক বলেন, এই দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজধানীর নিউমার্কেট এলাকায় সংঘর্ষে জড়িয়েছে। সংঘর্ষের কারণ আমরা এখনো জানতে পারিনি ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ