27 C
আবহাওয়া
৬:০৫ পূর্বাহ্ণ - আগস্ট ২৩, ২০২৫
Bnanews24.com
Home » গাজায় একদিনেই নিহত ৮১ ফিলিস্তিনি

গাজায় একদিনেই নিহত ৮১ ফিলিস্তিনি


বিএনএ, ঢাকা: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২১ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি বিমান ও স্থল হামলায় বহু মানুষ প্রাণ হারান।

ইসরায়েলি সেনারা জানিয়েছে, তারা গাজার সবচেয়ে বড় নগরকেন্দ্র গাজা সিটি দখলের লক্ষ্যে অভিযান শুরু করেছে। সেখানে এখনো প্রায় ১০ লাখ মানুষ ভয়াবহ মানবিক সংকটে আটকে রয়েছেন।

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) জানিয়েছে, গাজায় খাদ্য, জ্বালানি ও ওষুধ সরবরাহ বন্ধ থাকায় ভয়াবহ দুর্ভিক্ষ নেমে এসেছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, ‘এটি শুধু ক্ষুধা নয়, এটি প্রকৃত অনাহার।’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএ জানিয়েছে, গাজা সিটিতে প্রতি তিন শিশুর একজন এখন অপুষ্টিতে ভুগছে। সংস্থাটি আবারও অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। তারা বলছে, তাদের কর্মীরা ‘ভয়াবহ পরিস্থিতির মধ্যে জীবন ঝুঁকির মুখে কাজ করে যাচ্ছেন।’

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ