বিএনএ, চবি: ২০০৪ সালের ২১ আগস্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে বর্বরোচিত গ্রেনেড হামলায় শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) জননেত্রী শেখ হাসিনা হলের শিক্ষার্থী ও কর্মকর্তারা।
সোমবার (২১ আগস্ট ) বিকেল ৩টায় জননেত্রী শেখ হাসিনা হলের সামনে এ কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন জননেত্রী শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. এ. কে. এম রেজাউর রহমান, অধ্যাপক ড. কাজী মুহম্মদ রাশেদ নিজাম, আবাসিক শিক্ষক ফাহমিদা ইয়াসমিন, নাজনীন সরকার।
কর্মসূচিতে বর্বরোচিত হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ তারা। এবং হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলকে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বানও জানানো হয়।
গ্রেনেড হামলার বিষয়ে মনোবিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক নাজনীন সরকার বলেন, এটি একটি ষড়যন্ত্রমূলক বর্বরোচিত হত্যাকাণ্ড। এদিন মূলত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালানো করা হয়। তিনি বেঁচে গেলেও অনেকে শাহাদাত বরণ করেন। শাহাদাত বরণকারি সকলের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। তবে যারা এ ঘৃণিত হামলা চালিয়েছিলো তাদের অনেকের রায় হলেও শাস্তি নিশ্চিত হয়নি। দ্রুত সময়ের মধ্যে তাদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।
বিএনএ/ সুমন,এমএফ