25 C
আবহাওয়া
৩:৫০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » গ্রেনেড হামলা: ঘাতকদের ফাঁসি চান মামুনের মা-বাবা

গ্রেনেড হামলা: ঘাতকদের ফাঁসি চান মামুনের মা-বাবা

মামুন

বিএনএ ডেস্ক: ২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নিহত হয়েছিলেন পটুয়াখালীর দশমিনা উপজেলার মামুন মৃধা। বছরের এই দিনটি আসলে মামুনের বাড়িতে চলে শোকের মাতম। স্বজনের আহাজারিতে ভারী হয়ে ওঠে এলাকার পরিবেশ। এবছর দেখা গেছে একই চিত্র।

ঘাতকদের ফাঁসির দিন গুনছেন গ্রেনেড হামলায় নিহত মামুনের মা-বাবা। তাদের সবার একটাই দাবি, খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করা হোক।

জানা গেছে, দিন মজুর মো. মোতালেব মৃধার চার ছেলে-মেয়ের মধ্যে মামুন মৃধা ছিলেন সবার বড়। ছেলেকে ঘিরে অনেক স্বপ্ন ছিলো তার। ২০০৩ সালে এসএসসিতে প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়ায় ছেলেকে ঢাকার কবি নজরুল ইসলাম সরকারি কলেজে ভর্তি করান। কিন্তু ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় চুরমার হয়ে যায় তাদের স্বপ্ন। ঢাকার বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন মামুন।

মামুনের বাবা মোতালেব মৃধা জানান, ছেলেকে নিয়ে অনেক স্বপ্ন ছিলো আমার। কিন্তু সেই স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো। এখন শুধু একটাই চাওয়া ঘাতকদের ফাঁসি। আমার ছেলেকে যারা হত্যা করেছে, তাদের ফাঁসি কার্যকর দেখে আমি মরতে চাই।

দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন জানান, খুনিদের দেশের মাটিতে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকরের দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আর যেন এভাবে কারো বাবা-মায়ের বুক খালি না হয়, সেদিকে প্রশাসনকে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। গ্রেনেড হামলার ১৯তম বার্ষিকীতে সকল শহীদদের শ্রদ্ধা জানাতে আমরা দশিমনা উপজেলা আওয়ামী লীগ নানা কর্মসূচি হাতে নিয়েছি।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ