24 C
আবহাওয়া
২:৩০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » ক্ষমতায় বসার আগেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

ক্ষমতায় বসার আগেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

ক্ষমতায় বসার আগেই তালেবানের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ

বিএনএ বিশ্বডেস্ক :  তালেবান যোদ্ধারা তাদের নিয়ন্ত্রিত এলাকায় সহিংসতা ও নৃশংসতা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।  রাজধানী কাবুলের দক্ষিণে অবস্থিত গজনী প্রদেশের মালিস্তান জেলায় তালেবানরা ৪৩ জন বেসামরিক ও নিরাপত্তা কর্মী কে নির্মমভাবে হত্যা করেছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।

সাম্প্রতিক নৃশংসতার পর, যুক্তরাজ্য ও মার্কিন দূতাবাস তালেবানের আগ্রাসনকে সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং একটি অস্পষ্ট বেসামরিক গণহত্যা বলে বর্ণনা করে, যা যুদ্ধাপরাধ সংঘটিত করে। তালেবানরা তাদের প্রতি এ অভিযোগ অস্বীকার করে।  এটিকে ভিত্তিহীন বলে জানায়।

অতি সম্প্রতি তালেবান যোদ্ধারা আফগানিস্তানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ খান মোহাম্মাদীর বাড়ী লক্ষ্য সন্ত্রাসী হামলা চালায়।  এ সময় বহু নিরীহ মানুষ মারা যায়। ।

আফগানগানিস্তানের সাবেক প্রেসিডেন্ট  আশরাফ গনি দেশটির মার্কিন বাহিনীর আকস্মিক প্রত্যাহারের জন্য বিদ্যমান অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করেছেন। আফগান নিরাপত্তা বাহিনীর একটি সুনির্দিষ্ট ও ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপনের পরিবর্তে গানি আফগান নাগরিকদের বিরুদ্ধে তালেবানের প্রতিকূল আচরণের নিন্দা করেছেন।

ইতোমধ্যে, মার্কিন সরকার আফগানদের, দোভাষী এবং যারা মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছে তাদের সুযোগ দেওয়ার প্রক্রিয়াকে ত্বরান্বিত করেছে। আফগানিস্তানে সামরিক ও রাজনৈতিক অনিশ্চয়তা থেকে রক্ষা পাওয়ার জন্য এটি একটি চমৎকার সুযোগ।

আফগানিস্তানের সাম্প্রতিক পরিস্থিতি একজন  সাধারণ মানুষকে আরেকটি গৃহযুদ্ধের শংকা বাড়িয়ে তুলে।   যার ফসল একটি নতুন শরণার্থী প্রবাহ, মানবাধিকার লঙ্ঘন ‘, একটি চরম শাসনব্যবস্থার পুনরুত্থান,।

দোহায় সত্যিকারের শান্তি আলোচনার জন্য তালেবান নেতৃত্বের অনীহা, যুদ্ধক্ষেত্রে তাদের আগ্রাসন এবং ধর্মীয় পণ্ডিত, সামাজিক কর্মী, সাংবাদিক এবং স্থানীয় নাগরিকদের হত্যাকাণ্ড পরিস্থিতি জটিল করে তোলে ।  এদিকে, আফগান শান্তি প্রক্রিয়ার আঞ্চলিক এবং আন্তর্জাতিক স্টেকহোল্ডাররা যুদ্ধরত পক্ষগুলিকে চাপ দিচ্ছে যাতে তারা আরও সংযত আচরণ করে এবং  শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য আলোচনার পথ বেছে নেয়।

বিএনএ/ওজি 

 

Loading


শিরোনাম বিএনএ