24 C
আবহাওয়া
৩:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

আফগানিস্তানে বিরোধী জোটের তিন জেলা পুনরুদ্ধার, নিহত ১৫ তালিবান

বিএনএ বিশ্বডেস্ক :প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট আমরুল্লা সালেহ্‌র অনুগত তালেবান বিরোধী জোট তিনটি জেলা পুনরুদ্ধার করেছে। শুক্রবার(২০ আগস্ট) উত্তর-মধ্য আফগানিস্তানের বাগলার প্রদেশের তিনটি জেলা তালিবানের দখলমুক্ত করেছে বলে বিরোধীজোট এ দাবী জানায়।

স্থানীয়  সংবাদমাধ্যম জানিয়েছে, তীব্র লড়াইয়ের পর শুক্রবার বাগলান প্রদেশের বানু, পুল-ই-হিসার এবং দে-সালাহ্‌ জেলা পুনরুদ্ধার করেছে বিরোধী জোট। সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত ১৫ জন তালিবান যোদ্ধা। আহতও বেশ কয়েক জন।

কাবুলের পতনের পরেও সালেহ্‌ জানিয়েছিলেন, তালিবানের বিরুদ্ধে লড়াই চলবে। বুধবার মধ্য-উত্তরাংশের পারওয়ান প্রদেশের রাজধানী চারিকার-সহ বেশ কিছু এলাকা ছিনিয়ে নেয় তালিবান বিরোধী বাহিনী। ইতিমধ্যেই সালেহ্‌র সঙ্গে পঞ্জশির প্রদেশের প্রভাবশালী তাজিক নেতা আহমেদ মাসুদ হাত মিলিয়েছেন। পঞ্জশির এলাকার মাসুদের অনুগত যোদ্ধার সংখ্যা প্রায় ১০ হাজার।

পারওয়ান এবং বাগলান প্রদেশ দখলে এলে উত্তর আফগানিস্তানের বৃহত্তম শহর মাজার-ই-শরিফে অবস্থানরত তালেবানদের সঙ্গে রাজধানী কাবুলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলে সামরিক পর্যবেক্ষকরা মনে করছেন।

বিএনএ/ওজি

 

 

 

Loading


শিরোনাম বিএনএ