19 C
আবহাওয়া
২:২৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » তালেবানের আজকের খবর(২১আগস্ট)

তালেবানের আজকের খবর(২১আগস্ট)

তালেবানের আজকের খবর

বিএনএ, বিশ্বডেস্ক : শনিবার (২১ আগস্ট) লাইভ আপডেট ফ্রম আল-জাজিরা,আফগানিস্তান।

আফগানিস্তান ও তালেবানের আজকের খবর:

#তালেবানরা কয়েক সপ্তাহের মধ্যে আফগান সরকারের নতুন কাঠামো তৈরীর প্রতিশ্রুতি দিয়েছে।  শনিবার(২১ আগস্ট) তালেবানের  একজন মুখপাত্র  এ কথা বলেন।

#আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ায় কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানান বাইডেন।

#আফগানিস্তান থেকে অন্য দেশে যাওয়ার পথে ৫ হাজার আফগান নাগরিককে সাময়িকভাবে থাকার ব্যবস্থা করবে সংযুক্ত আরব আমিরাত।শুক্রবার (২০ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

#মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি শুক্রবার এক ফোনালাপে বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং আফগানিস্তানে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

#তালিবানরা কাবুল দখলের আগে  আফগানিস্তান থেকে পালিয়ে আসা ৩২  আফগান পোল্যান্ড এবং বেলারুশের মধ্যবর্তী এলাকায় ১২ দিন ধরে আটকে আছে।

#আফগানিস্তান থেকে এসে ভারতের যৌনপল্লীতে ঠাঁই নিয়েছিলেন কাদের খান

# কাবুলে সর্বোচ্চ ৮২৩ যাত্রী পরিবহনের ইতিহাস গড়ল মার্কিন বিমান

বিএনএ/ওজি 

Loading


শিরোনাম বিএনএ