বিএনএ, ফেনী : ফেনীর ছাগলনাইয়া পৌরসভার ফুলছড়ি খালের রৌশন ফকির দরগাহ, মসজিদ ও মাদ্রাসা এলাকার ভাঙ্গনরোধে গার্ড ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২১ জুলাই) বিকালে এ গার্ড ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে গার্ড ওয়াল নির্মাণ কাজ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার।
ছাগলনাইয়া পৌরসভার প্যানেল মেয়র কাজী নুর আলম এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন, মহামায়া ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, রৌশন ফকির দরগাহ জামে মসজিদের খতিব মাওলানা আমির হোসেন, রৌশন ফকির দরগাহ মাদ্রাসার সুপার মাওলানা মঞ্জুরুল মাওলা সরদার, সাংবাদিক মোঃ শেখ কামাল, এবিএম নিজাম উদ্দিন, নিজাম উদ্দিন মজুমদার সজিব ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে ফেনী জেলা আওয়ামীলীগের নির্বাহী সদস্য, পোর্টল্যান্ড গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর (এমডি), বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মিজানুর রহমান মজুমদার বলেন, দেশব্যাপী সরকারের ব্যাপক উন্নয়ন কাজ চলছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আবারও নৌকার বিজয় নিশ্চিত করতে আমাদেরকে কাজ করতে হবে।
বিএনএনিউজ/এবিএম নিজাম উদ্দিন/এইচ.এম/ হাসনাহেনা