বিএনএ, বিশ্বডেস্ক : আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করল ভারত। বৃহস্পতিবার (২০ জুলাই) দেশটির বৈদেশিক বাণিজ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকেই সরকার বাসমতি নয় এমন সাদা চাল রফতানি নিষিদ্ধ করেছে।
প্রকাশিত খবরে বলা হয়, খাদ্য নিরাপত্তার চাহিদা মেটাতে অন্যান্য দেশকে সরকার কর্তৃক প্রদত্ত অনুমতির ভিত্তিতে এবং তাদের সরকারের অনুরোধের ভিত্তিতে রপ্তানির অনুমতি দেওয়া হবে।
দেশের শীর্ষস্থানীয় চাল আমদানিকারক প্রতিষ্ঠান মজুমদার ট্রেডার্সের মালিক চিত্ত মজুমদার বলেন, ‘ভারত আতপ চাল রপ্তানি নিষিদ্ধ করেছে। এতে আমাদের দেশে খুব বেশি প্রভাব পড়বে না। কারণ, আমাদের এখানে আতপ চাল খুব বেশি চলে না। চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে আতপ চালের কিছু চাহিদা আছে। এখানে সিদ্ধ চাল বেশি চলে। ভারত সিদ্ধ চাল রপ্তানি নিষিদ্ধ করেনি।’
বিএনএনিউজ/এইচ.এম।