25 C
আবহাওয়া
১২:২০ অপরাহ্ণ - ডিসেম্বর ২৩, ২০২৪
Bnanews24.com
Home » আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজার নির্বাহী চেয়ারম্যান

আনোয়ারায় চীনা অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে বেজার নির্বাহী চেয়ারম্যান


বিএনএ, আনোয়ারা : চট্টগ্রামের আনোয়ারায় বাংলাদেশ বেজা’র অর্থনৈতিক অঞ্চল’ চায়না ইকোনমিক জোন পরিদর্শন করেছেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা)’র নির্বাহী চেয়ারম্যান সাবেক সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন।

বৃহস্পতিবার (২০জুলাই) বিকাল ৪টাই বেজার একটি টিমসহ পরিদর্শনে আসেন তিনি। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, বেজার যুগ্ম সচিব মূনির উজ্জামান, যুগ্ম সচিব  শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন, আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা  (ইউএনও) ইশতিয়াক ইমন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মুমিন।

এসময় বেজা চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন বলেন, অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে পারলে এলাকার মানুষের কর্মসংস্থানের পাশাপাশি অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে আশার আলো দেখবে। এসময় তিনি অগ্রগতি সম্পর্কে বেশ কিছু বিষয় নিয়ে ইতিবাচক কথা বলেন। এবং চায়না ইকোনমিক জোন কর্মীদের দ্রুত মাস্টারপ্ল্যান জমা দিতে বলেন।

উল্লেখ্য,  ২০২২ সারের  (১১ আগস্ট) চায়না ইকোনমিক জোনের নতুন ঠিকাদার প্রতিষ্ঠানের সাথে সমঝোতা সাক্ষর হয়েছে। আনোয়ারার ওই ৭৮৩ একর জমির ওপর ‘চাইনিজ ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন’ স্থাপনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) সঙ্গে নতুন করে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে চীনের চায়না রোড অ্যান্ড ব্রিজ করপোরেশন। এর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর চায়না ইকোনমিক জোনের কাজের উদ্বোধন হয়। আর বিশাল ইকোনমিক প্রকল্পটি শুরু হয় চায়নার টিকাদার প্রতিষ্ঠিত হাররবাং ও বাংলাদেশ ইকোনমিক  জোন অথরিটি (বেজা)র যৌথভাবে প্রকল্পটির কাজ শুরু করে। কাজের তিন বছরের মাথায় করোনা প্রকল্পটির কাজ বন্ধ হয়ে যায়। তবে চলমান তিন বছরে উল্লেখযোগ্য কোন কাজ দেখাতে পারেনি চায়না টিকাদার প্রতিষ্ঠানটি। সেই থেকে টিকাদার চায়না হাররবাং ও বাংলাদেশ ইকোনমিক  জোন অথরিটি (বেজা)র সাথে যৌথ প্রকল্পটির কাজ থমকে আছে পাঁচ বছর ধরে। বেজা আর চায়না কন্ডিশন না হওয়ায় কাজটি থমকে ছিল বরে  জানান বেজা কর্তৃপক্ষ।

বিএনএনিউজ/এনামুল হক নাবিদ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ