26 C
আবহাওয়া
৫:৪৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রাম কারাগারে হাজতির মৃত্যু

চট্টগ্রামে কারাগারে বন্দি নির্যাতন, উপযুক্ত আদালতে দাখিলের আদেশ

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রাম চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অসুস্থ হয়ে মো. জামাল উদ্দিনের (৬৭)  নামে এক হাজতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুন) ভোর সোয়া ৪টার দিকে তার মৃত্যু হয়।

জামাল উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া থানার খাগরিয়া এলাকার বাসিন্দা।  তার হাজতী নম্বর ২৬৮৩/২২।

চট্টগ্রাম কারাগারের জেলার দেওয়ান মো. তরিকুল ইসলাম বলেন, চলতি বছরের ১১ ফেব্রুয়ারি ২টি মামলায় আদালতের পরোয়ানা মুলে তিনি জেলে আসেন। মঙ্গলবার ভোররাতে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

কারা কর্মকর্তা বলেন, তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (সিএমএইচ) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ