37 C
আবহাওয়া
২:৩১ অপরাহ্ণ - মে ৩০, ২০২৩
Bnanews24.com
Home » খুলনায় ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

খুলনায় ২৪ ঘন্টায় আরও ৮ জনের মৃত্যু

করোনায় বিশ্বে আরও ৭ হাজারের বেশি প্রাণহানি

বিএনএ, খুলনা : খুলনায় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আটজন রোগীর মৃত্যু হয়েছে।

এর মধ্যে চারজন খুলনার করোনা হাসপাতালে এবং বাকি চারজন বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে মৃত্যুবরণ করেন। এর আগে রোববার সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ছিল ২৮ জনের।

খুলনা করোনা হাসপাতালের ফোকাল পার্সন ও খুমেক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার ও গাজী মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. গাজী মিজান এ তথ্য নিশ্চিত করেছেন।

এছাড়া নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৩ জন। আর নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রয়েছেন ২০ জন।

সোমবার সকাল পর্যন্ত খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬১ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
বিএনএনিউজ/জেবি

Total Viewed and Shared : 17 


শিরোনাম বিএনএ