34 C
আবহাওয়া
২:৫১ অপরাহ্ণ - মে ১০, ২০২৫
Bnanews24.com
Home » আত্মঘাতী গোলে পেরুর কাছে হার কলম্বিয়ার

আত্মঘাতী গোলে পেরুর কাছে হার কলম্বিয়ার

পেরু

স্পোর্টস ডেস্ক: শুরুতে পিছিয়ে পড়েছিল। দ্বিতীয়ার্ধে সমতায় ফিরলেও আত্মঘাতী গোলে পেরুর বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে কলম্বিয়া। কোপা আমেরিকায় স্তাদিও অলিম্পিকো পেদ্রো লুদোভিকো স্টেডিয়ামে ম্যাচের ১৭তম মিনিটে সার্জিও পেনার গোলে এগিয়ে যায় পেরু। এই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় তারা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের জন্য আক্রমণে ধার বাড়ায় কলম্বিয়া। পেনাল্টি থেকে ৫৩তম মিনিটে দলকে সমতায় ফেরান মিগুয়েল বোরহা। তবে ৬৪তম মিনিটে কপাল পুড়ে তাদের। ডিফেন্ডার ইয়েরি মিনার আত্মঘাতী গোলে ফের পিছিয়ে পড়ে কলম্বিয়া। বাকি সময় চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি তারা।

এই জয়ে ‘এ’ গ্রুপে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তালিকার তিনে উঠে এসেছে পেরু। এক ম্যাচ বেশি খেলে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে কলম্বিয়া। ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে ব্রাজিল। গ্রুপের আরেক ম্যাচে ভেনেজুয়েলা বনাম ইকুয়েডরের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে। ৩ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে চারে ভেনেজুয়েলা। ২ ম্যাচে এক পয়েন্ট নিয়ে সবার শেষে ইকুয়েডর।

রক্ষণের ভুল এবং আত্মঘাতী গোলে কোপা আমেরিকার গুরুত্বপূর্ণ ম্যাচে গতবারের ফাইনালিস্ট পেরুর বিরুদ্ধে হার হজম করতে হল শক্তিশালী কলম্বিয়াকে। ম্যাচের ফলাফল ২-১। এই জয়ের ফলে ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে এ গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে পেরু। হেরেও ৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে অবস্থান করছে কলম্বিয়া।

বিএনএনিউজ২৪/এমএইচ

Loading


শিরোনাম বিএনএ