27 C
আবহাওয়া
৫:৩৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চবি ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চবি ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চবি ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

বিএনএ, চবি: হাটহাজারি উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাখা ছাত্রলীগের উপগ্রুপ ‘বিজয়’ এক কর্মীকে কুপিয়ে জখম করেছে আরেক উপগ্রুপ ‘সিএফসি’ এর নেতাকর্মীরা। এসময় উভয় গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ায় ৭ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২১ মে) বেলা তিনটার দিকে ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

জখম হওয়া ছাত্রলীগ কর্মী ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সায়েন্স বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী সালাহ উদ্দিন। তাকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে।

এ ঘটনার পর উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সিএফসি গ্রুপের ৭ জন কর্মী আহত হয়েছে বলে জানা গেছে।

নির্বাচনে বিজয় গ্রুপের নেতাকর্মীরা চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি চেয়ারম্যান পদপ্রার্থী এস এম রাশেদুল আলমের মোটরসাইকেল প্রতীকের পক্ষে ও সিএফসি গ্রুপের নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন চৌধুরী নোমানের ঘোড়া প্রতীকের পক্ষে নির্বাচন করছে।

এ বিষয়ে বিজয় গ্রুপের একাংশের নেতা মোহাম্মদ ইলিয়াস বলেন, নির্বাচনী কেন্দ্র আমাদের হলের পাশে হওয়ায় আমাদের কয়েকজন ওদিকে যায়। গিয়ে দেখে আব্দুর রব হলের একশো থেকে দেড়শ ছেলে এসে কেন্দ্র দখল করার চেষ্টা করছে। এসময় সালাহ উদ্দিন ওদের এটা না করতে বলার পরই তাকে কুপিয়ে জখম করে।

ভোটকেন্দ্রে থাকা চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার আবু তৈয়ব মো. আরিফ বলেন, আমরা কেন্দ্রের এখানে আছি। ভোটকেন্দ্রিক কোনো ঝামেলা এখানে হয়নি। ছাত্রদের নিজেদের মধ্যে হল কেন্দ্রিক ঝামেলা হয়েছে। তারা আবার হলে চলে গেছে।

এ বিষয়ে চবি প্রক্টর ড. অহিদুল আলম বলেন, নির্বাচন কেন্দ্রিক একটা বিশৃঙ্খলা থেকে ঘটনার সূত্রপাত। এতে এক ছাত্র বেশ কিছু শিক্ষার্থীর মাধ্যমে গুরুতর আহত হন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। এই ঘটনায় প্রশাসন কি ধরনের পদক্ষেপ নিবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা নির্বাচন কেন্দ্রিক বিষয়। তাই অভিযুক্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন ব্যবস্থা নিবে। তবে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করবে।

বিএনএনিউজ/ সুমন/ বিএম/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ