30 C
আবহাওয়া
৯:৪২ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১৫

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা, আটক ১৫

অবৈধ পথে ভারতে প্রবেশের চেষ্টা

বিএনএ, ঝিনাইদহঃ অবৈধ পথে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের চেষ্টাকালে ঝিনাইদহের মহেশপুরের বাশবাড়িয়া গ্রাম থেকে ১৫ জনকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২১ মে) ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম  এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আটককৃতরা হলেন, বাগেরহাটের বানিয়াখালী গ্রামের মোছা. আসমা বেগম (৪০), মোছা. জামিলা (২), পিরোজপুরের পশ্চিম বালিপাড়া গ্রামের মোছা. সালমা আক্তার (৩২), বাগেরহাটের গোপালপুর গ্রামের মোছা. বিউটি বেগম (৪৪), একই জেলার ছোটবাদুরা গ্রামের মোছা. জেসমীন আক্তার (৩৫), চাদ্দারেলা গ্রামের তানজিলা বেগম (৩৬), বাগেরহাটের পুর্বচিপ বারইখালী গ্রামের মোছা. বানেছা বেগম (৩৩), মো. আরিফ শেখ (১৩), মো. হানিফ শেখ (১০), মোছা. মানছুরা (০৬), বাগেরহাটের খেজুর বাড়িয়া গ্রামের মো. রফিকুল ইসলাম (৪৫), সাতক্ষিরার ফুটিঘাটা গ্রামের মো. সামিনুর রহমান (৩৬), মোছা. ফাহেমা খাতুন (২৫) ও মোছা. সুরাইয়া (১)।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, একদল বাংলাদেশি নাগরিক পাসপোর্ট ব্যতীত সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করছে। এমন গোপন সংবাদের খবরে বাংলাদেশের অভ্যন্তরে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই ১৫ জনকে আটক করা হয়। আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মহেশপুর থানায় মামলা করা হয়েছে।

বিএনএ/আতিক, এমএফ

Loading


শিরোনাম বিএনএ