বিএনএ বিশ্বডেস্ক : সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহত হয়েছে। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় একটি সামরিক সূত্রের বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানায়।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলি শত্রুরা একটি আগ্রাসন চালিয়েছে। যার ফলে তিনজন শহীদ হয়েছে এবং কিছু ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।মিসাইলগুলো ইসরায়েল অধিকৃত গোলান মালভূমি থেকে এসেছিল ।
সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর জানিয়েছে, তিন কর্মকর্তা নিহত হওয়া ছাড়া বিমান প্রতিরক্ষা ক্রুদের আরও চার সদস্য আহত হয়েছেন। এর আগেও বিভিন্ন সময়ে সিরিয়ায় হামলা চালায় ইসরায়েল।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সরকারী সৈন্যদের পাশাপাশি মিত্র ইরান-সমর্থিত বাহিনী এবং লেবাননের হিজবুল্লাহর যোদ্ধাদের লক্ষ্য করে ইসরায়েল সেখানে শত শত বিমান হামলা চালিয়েছে।
বিএনএ/ ওজি