31 C
আবহাওয়া
৫:৩৫ অপরাহ্ণ - জুন ২৬, ২০২৪
Bnanews24.com
Home » ময়মনসিংহে বিদ্যুতস্পৃষ্টে নিহত ২

ময়মনসিংহে বিদ্যুতস্পৃষ্টে নিহত ২

বিদ্যুৎস্পৃষ্ট

ময়মনসিংহে চলন্ত ভ্যানগাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে চালকসহ ২ জনের মৃত্যু ঘটেছে। শনিবার(২১মে) সকাল ৭টার দিকে চায়নামোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করে ময়মনসিংহ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান গণমাধ্যমকে বলেন, সকালে চায়নামোড় এলাকা দিয়ে ভ্যানচালক একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে ভ্যানে পড়লে চালক মিন্টু মিয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছটফট করতে থাকেন। তখন তাকে বাঁচাতে গিয়ে ভ্যানের যাত্রীও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এতে ঘটনাস্থলেই বিদ্যুতস্পৃষ্টে দু’জনের মৃত্যু হয়।

পরে স্থানীয়রা ফায়ার স্টেশনে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে বিদ্যুতস্পৃষ্টে নিহত দু’জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস কর্মীরা।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ