14 C
আবহাওয়া
৬:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ছাগলনাইয়ায় পথশিশুদের মাঝে ঈদ উপহার দিলেন মিজানুর রহমান মজুমদার

ছাগলনাইয়ায় পথশিশুদের মাঝে ঈদ উপহার দিলেন মিজানুর রহমান মজুমদার


বিএনএ, ফেনী: ফেনীর ছাগলনাইয়ায় পথশিশুদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পোর্টল্যান্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান মজুমদার। শুক্রবার (২১ এপ্রিল) বিকেলে স্বেচ্ছাসেবী সংস্থা হেল্পিং মাইন্ড’র উদ্যোগে পৌর শহরের সুবেদারি রাস্তার মাথা সংলগ্ন স্থানে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

হেল্পিং মাইন্ডের সভাপতি ও ফেনী সরকারি কলেজ ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাক হোসেন সোহেলের সভাপতিত্বে এবং সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন বাপ্পির পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাগলনাইয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ শেখ কামাল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ফেনীর সাধারণ সম্পাদক ও দৈনিক ডিজিটাল সময়ের সহযোগী সম্পাদক এবিএম নিজাম উদ্দিন, মহামায়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন পাটোয়ারী, সংগঠনের প্রতিষ্ঠা সদস্য মানসুর আলম, মো. কামরুল হাসান, সদস্য সালমান হোসেন, আব্দুল হাকিম পাটোয়ারী, ফাহিম মুনতাসীর নুহাশ, আরিয়ান রবিন, হারুনুর রশিদ, আজিম উদ্দিন, রনিসহ সংগঠনের সদস্যবৃন্দ। শেষে হেল্পিং মাইন্ড স্কুলের অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিবৃন্দ।

বিএনএ/নিজাম, এমএফ

Loading


শিরোনাম বিএনএ