17 C
আবহাওয়া
১২:৩৬ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » সিইউজের ইফতার মাহফিল সম্পন্ন

সিইউজের ইফতার মাহফিল সম্পন্ন

মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীমেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী

চট্টগ্রাম: চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)’র বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ ২০২৪) শহরের একটি কনভেনশন সেন্টারে এই ইফতার মাহফিলে স্থানীয় এমপি, সিটি মেয়র,ডিসি,পুলিশ কমিশনার,ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নেতারাসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা যোগ দেন।

সিইউজে সভাপতি তপন চক্রবর্তীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় ইফতারপূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী, সংসদ সদস্য মহিউদ্দীন বাচ্চু, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, সহ-সভাপতি শহীদ উল আলম, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, চট্টগ্রামস্থ ভারতীয় দূতাবাসের ভারপ্রাপ্ত সহকারী হাই কমিশনার উদত ঝা, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাহ্উদ্দিন মো. রেজা, সাবেক সভাপতি আলহাজ্ব আলী আব্বাস ও সিনিয়র সহ সভাপতি চৌধুরী ফরিদ।

এসজিএন/হাসনা

Loading


শিরোনাম বিএনএ