16 C
আবহাওয়া
১০:০৮ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা

রোজায় সিগারেট বিক্রি না করায় ব্যবসায়ীকে হত্যা


বিএনএ, কুমিল্লা : রোজার দিনে সিগারেট বিক্রি করতে রাজি না হওয়ায় ধারালো অস্ত্রের আঘাতে মো. মানিক (৩৫) নামে এক মুদি ব্যবসায়ীকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (২১ মার্চ ) বেলা ১১টার দিকে কুমিল্লার  তিতাসে নিজ বাড়ির সামনে মুদি দোকানে সন্ত্রাসীরা তাকে অস্ত্র দিয়ে আঘাত করে বলে দাবি স্বজনদের।

গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মানিককে ঢাকা মেডিকেল কলেজ ( হাসপাতালে নিয়ে আসলে  দায়িত্বরত চিকিৎসক বিকেলের দিকে মৃত ঘোষণা করেন।

নিহত মানিক কুমিল্লার তিতাস থানার কানাই নগর গ্রামের মোখলেছুর রহমানের ছেলে।

নিহতের বড় ভাই হিরু মিয়া জানান, দুপুরের দিকে আমার ছোট ভাই প্রতিদিনের মতো তার মুদি দোকানে বসেছিল। এ সময় স্থানীয় সন্ত্রাসী বাহাউদ্দিন, নায়েব আলী, জালাল, ইয়াসিনসহ ৬/৭ জন দোকানে আসে। সন্ত্রাসী বাহাউদ্দিনের কাছে সিগারেট খেতে চায়। রমজান মাস বলে আমার ভাই দিনের বেলায় সিগারেট বিক্রিতে অসম্মতি জানিয়ে তাদের সন্ধ্যার পরে আসতে বলে। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বাহাউদ্দিনের পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।’হিরু মিয়া আরও বলেন, ‘আশেপাশের লোকজন দেখতে পেয়ে আমার ভাইকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক বিকেলে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।/হাসনা

Loading


শিরোনাম বিএনএ