16 C
আবহাওয়া
১১:৪৯ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীতে পৃথক স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২ নারী আহত

রাজধানীতে পৃথক স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ২ নারী আহত


বিএনএ, ঢাকা: রাজধানীতে পৃথক স্থানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে দুই নারী আহত হয়েছেন। তাঁদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বুধবার (২০ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মিরপুর ও মোহাম্মদপুরে ঘটনা দুটি ঘটে।

রাজধানী মিরপুর ১০ নম্বরের নিজ বাসায় গতকাল রাত সাড়ে ৯টার দিকে দুর্বৃত্তের ছুরিকাঘাতে আহত হন রওশন আরা বেগম (৩৭) নামে এক নারী। তিনি ওই এলাকার ফজলুল হকের মেয়ে।

আহত রওশন আরার ভাই এনাম বলেন, ‘গতকাল রাতে আমার বোন নিজ বাসায় ছিল। হঠাৎ কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন অংশে আঘাত করে রক্তাক্ত করে। এরপর ঘরের বাইরে থেকে ছিটকিনি লাগিয়ে পালিয়ে যায়। পরে সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে গতরাত সাড়ে ১১টার দিকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।’

এদিকে গতকাল রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর মোহাম্মদপুর রায়েরবাজার বাবরি মসজিদ এলাকায় বাসার পাশে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাথী বেগম (২৭) নামে এক নারী গুরুতর আহত হন।

সাথী বেগম মাদারীপুরের কালকিনি উপজেলার চর আইমাবাদ গ্রামের নিজাম ফকিরের মেয়ে। বর্তমানে রায়ের বাজার বাবরি মসজিদের পাশে ভাড়া থাকেন।

আহত নারীর বাবা নিজাম ফকির জানান, গতকাল রাত সাড়ে ৯টার দিকে তাঁর মেয়ে বাসার সামনে বসে ছিল। এ সময় কয়েকজন দুর্বৃত্ত ধারালো চাকু দিয়ে দুই পায়ের হাঁটুর নিচে কুপিয়ে রক্তাক্ত করে। এ সময় তাঁর কাছে থাকা সোনার চেইন নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে সংবাদ পেয়ে দ্রুত তাঁকে উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাত ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তাঁর চিকিৎসা চলছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, গতরাতে মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে রক্তাক্ত জখম অবস্থায় দুই নারীকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

বিএনএ/ আজিজুল, এমএফ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ