17 C
আবহাওয়া
১০:২৩ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৫, ২০২৫
Bnanews24.com
Home » জামালপুরে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

জামালপুরে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

জামালপুরে আনসার আল ইসলামের এক সদস্য গ্রেপ্তার

বিএনএ, জামালপুর: নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’র মো. বেন ইয়ামিন নামে (২২) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট। বুধবার (২০ মার্চ) জামালপুরের শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গেট সংলগ্ন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ সব তথ্য জানান।

ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল বলেন, ‘বুধবার এটিইউর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর থেকে ইয়ামিনকে গ্রেপ্তার করে। সে শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী। তার কাছ থেকে একটি এন্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়েছে।’

পুলিশ সুপার আরও জানান, ‘বেন ইয়ামিন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম চালাচ্ছিল। এছাড়া গ্রেপ্তার বেন ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকারবিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন পোস্ট দিতো।

এছাড়াও সে আনসার আল ইসলামের মতবাদ প্রচারণাসহ অনলাইনে সংগঠনের পক্ষে সদস্য সংগ্রহ করতো। বিভিন্ন উগ্রবাদী বই ও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে।

বিএনএনিউজ/ রেহানা/ বিএম

Loading


শিরোনাম বিএনএ