21 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চীনের গুয়াংজিতে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের গুয়াংজিতে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

চীনের গুয়াংজিতে ১৩২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত

বিএনএ ডেস্ক : চীনের কুনমিং শহর থেকে গুয়াংশি যাওয়ার পথে ১৩৩ জন যাত্রী নিয়ে ইস্টার্ন এয়ারলাইন্সের একটি বিমান দক্ষিণ চীন পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।সোমবার (২১ মার্চ) এ দুর্ঘটনা ঘটে।  তবে হতাহতের সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

চীনা বিমান বিধ্বস্ত

ফ্লাইটরাডার থেকে প্রাপ্ত তথ্যনুসারে, বোয়িং-৭৩৭/৮০০ সিরিজের এই বিমানটির বয়স ৬ বছর। এবং বিমানটি বিধ্বস্ত হওয়ার ব্যাপারে কোনো পূর্বাভাস ছিল না। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী বিমানটি স্থানীয় সময় দুপুর ২টা ২২ মিনিটে ট্র্যাক করা হয়েছিল, তখন বিমানটির ঘণ্টায় গতিবেগ ছিল ৩৭৬ নট (প্রায় ৬৭০ কি.মি) এবং বিমানটি ভূমি থেকে ৩ হাজার ২২৫ ফিট উপর দিয়ে উড়ছিল।

বিমানটি উযহু শহরে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়। বিমানটিতে ১২৩ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিল। ধারণা করা হচ্ছে তারা সবাই মারা গিয়েছেন।

এভিয়েশন সেফটি নেটওয়ার্কের মতে, চীনের সর্বশেষ মারাত্মক জেট দুর্ঘটনাটি ছিল ২০১০ সালে। যখন হেনান এয়ারলাইন্সের এ দুর্ঘটনায়  ৯৬ জনের মধ্যে ৪৪ জনের মৃত্যু হয়েছিল।

বিএনএ/ ওজি, জিএন

Loading


শিরোনাম বিএনএ