31 C
আবহাওয়া
২:৪১ অপরাহ্ণ - মার্চ ১৮, ২০২৫
Bnanews24.com
Home » অবশেষে ফাহমিদা চলে গেলেন না ফেরার দেশে 

অবশেষে ফাহমিদা চলে গেলেন না ফেরার দেশে 

অবশেষে ফাহমিদা চলে গেলেন না ফেরার দেশে

বিএনএ, চট্টগ্রাম : ফাহমিদাকে ধরে রাখতে পারলেন না  মাহমুদুল। গত ৯ মার্চ উভয় পরিবারের সম্মতিতে হাসপাতালে হয় বিয়ে। কিন্তু ১২ দিন না পেরুতেই সব শেষ। অবশেষ ক্যান্সারের কাছেই হেরে গেলেন ফাহমিদা।

সোমবার (২১ মার্চ) সকাল ৭টার দিকে বেসরকারি হাসপাতাল মেডিক্যাল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেডিক্যাল সেন্টারের জেনারেল ম্যনেজার শাহ আলম ভূইঁয়া বলেন, সকালে তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। মরদেহ স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।গত সোমবার বাড়ি ফিরলেও শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় মঙ্গলবার (১৫ মার্চ) ভোরে ফাহমিদাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, ফাহমিদা চট্টগ্রামের বেসরকারি চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে এমবিএ করেন।  ঢাকার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পড়ালেখা শেষ করা মাহমুদুলের সঙ্গে ফাহমিদার পরিচয় হয়। পরিচয় থেকে ভালবাসা। বিয়ের কথাবার্তাও হয় ২০২০ সালের শেষ দিকে। কিন্তু গত বছরের জানুয়ারি মাসে ফাহমিদার রেকটাম ক্যান্সার ধরা পড়ে।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
চট্টগ্রামে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব ব্রিটিশ প্রতিষ্ঠানের এমবিবিএস কোর্সে ভর্তির প্রাথমিকভাবে নির্বাচিতদের তালিকা প্রকাশ আনোয়ারায় শপিংমল ব্যবসায়ীদের সাথে থানা পুলিশের মতবিনিময় গার্মেন্টস শ্রমিকদের বেতন ও বোনাস পরিশোধের দাবি পটিয়ায় ৪ ডাকাতকে ধরে পুলিশে দিল জনতা টেকসই সংস্কার সাধনে জাতীয় ঐকমত্য গড়ে তোলা হচ্ছে: শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা যুদ্ধবিরতি উপেক্ষা করে গাজায় হামলা চালাছে ইসরায়েল নবনির্মিত যমুনা রেলসেতু দিয়ে আনুষ্ঠানিকভাবে ট্রেন চলবে আজ আইনজীবী আলিফ হত্যা: দুই আসামিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি তুলসী গ্যাবার্ডের বক্তব্যের প্রতিবাদ জানাল অন্তর্বর্তী সরকার