16 C
আবহাওয়া
৭:৪১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গুইমারায় ইয়াবাসহ দুই কারবারি আটক

গুইমারায় ইয়াবাসহ দুই কারবারি আটক

গুইমারায় ইয়াবাসহ দুই কারবারি আটক

বিএনএ, খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা থেকে দুই ইয়াবা কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারী) রাতে গুইমারা বাজার এলাকা থেকে তাদের ২১ পিস ইয়াবাসহ আটক করা হয়।

জানা যায়, গুইমারাতে দীর্ঘদিন যাবত ইয়াবা কারবার করে আসছে রফিকুল ইসলাম জিয়ারত। সে মুসলিমপাড়া এলাকার মৃত ইলিয়াস মোল্লার ছেলে। মঙ্গলবার রাতে জিয়ারতের কাছ থেকে ইয়াবা কিনতে আসে মাটিরাঙ্গা দক্ষিণ মুসলিমপাড়া এলাকার আবদুল খালেকের ছেলে সোহেল আফজাল।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আগে থেকেই আমারা তাকে ধরার জন্য চেষ্টা করছিলাম। জিয়ারতের বাসায় ইয়াবা বিক্রি হচ্ছে এমন খবর পাই ৯৯৯ থেকে। পরে জিয়ারতের বাসায় অভিযান চালানো হয়। অভিযানে ২১ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে আটক করতে সক্ষম হই। প্রাথমিকভাবে তারা ইয়াবা ব্যবসায় সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বুধবার (২১ ফেব্রুয়ারী) মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

বিএনএনিউজ/ আনোয়ার হোসেন/ বিএম

Loading


শিরোনাম বিএনএ