বিএনএ, ববি : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) শ্রদ্ধা নিবেদন করেছেন।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯.৩০ ঘটিকার সময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন,সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম সহ সমিতির সদস্যবৃন্দ এবং সহযোগী সদস্যবৃন্দ। এ সময় আরো উপস্থিত ছিলেন ববি উপাচার্য (রু.দা.) অধ্যাপক ড.মো.বদরুজ্জামান ভূঁইয়া, শিক্ষক সমিতির সভাপতি ড.আব্দুল বাতেন চৌধুরী, সাধারণ সম্পাদক ড. তারেক মাহমুদ আবীর ও ভূতত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া।
উল্লেখ্য, ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ার পর থেকে প্রতিবছর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
বিএনএ/ রবিউল/ এইচ.এম।