15 C
আবহাওয়া
১০:০৭ অপরাহ্ণ - জানুয়ারি ২, ২০২৫
Bnanews24.com
Home » জাতীয় পতাকা অবমাননায় সাত দিনের কারাদণ্ড

জাতীয় পতাকা অবমাননায় সাত দিনের কারাদণ্ড


বিএনএ ডেস্ক, ঢাকা: জাতীয় পতাকা অবমাননার দায়ে যশোরের কেশবপুরে মাসুদ কামাল নামে এক ব্যক্তিকে সাতদিনের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।

সোমবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে কেশবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফুজ্জামান তাকে এ সাজা দেন।

গণমাধ্যমকে নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ইসলাম ট্রেডার্স নামে একটি ফিটিংসের দোকান তাদের সাইনবোর্ডের  উপরে থাকা বাথরুমের পাইপে জাতীয় পতাকা টানায়। এ ঘটনার প্রমাণ হাতেনাতে পাওয়ায় ওই প্রতিষ্ঠানের ম্যানেজার মাসুদ কামালকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পুলিশ তাকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।

আরিফুজ্জামান বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এই পতাকা আর দেশ পেয়েছি আমরা। জাতীয় পতাকা এদেশের অমূল্য সম্পদ। যথেচ্ছা ব্যবহারের মাধ্যমে জাতীয় পতাকার অবমাননা মুক্তিযুদ্ধকে অবমানার শামিল।

এনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ