বিএনএ, ঢাকা : রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ১০ কেজি আফিমসহ একজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব। আটককৃতের নাম সাইফুদ্দিন (৩০)।রোববার(২১ ফেব্রুয়ারী) সকালে মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় বিশেষ মাদক বিরোধী আভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-২।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-২ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের একটি দল জানতে পারে, একদল মাদক ব্যবসায়ী আফিম নিয়ে তাজমহল রোড এলাকায় অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন সাইফুউদ্দিন। পরে ধাওয়া করে তাকে আটক করে অভিযান চালানো র্যাব সদস্যরা।
আটকের পর জিজ্ঞাসাবাদে মাদক থাকার কথা প্রথমে অস্বীকার করেন তিনি। পরে তার হাতে ধরে রাখা ব্যাগটি তল্লাশী করে পলিথিনের প্যাকেটের ভিতরে ১০ কেজি আফিম পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা।
জিজ্ঞাসাবাদে আটক সাইফুউদ্দিন র্যাবকে জানিয়েছেন, তিনি অনেক দিন ধরেই এই মাদক ব্যবসার সাথে জড়িত। তিনি মূলত রাজধানীর বড় বড় খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে এই মাদক বিক্রি করতেন।
বিএনএ/এসকে, ওজি