21 C
আবহাওয়া
৪:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ১৭, ২০২৪
Bnanews24.com
Home » নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

নোবিপ্রবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

বিএনএ, নোবিপ্রবি : বর্ণাঢ্য আয়োজনে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন করা হয়। এ উপলক্ষে  রোববার (২১ ফেব্রুয়ারি) সকালে শোকর‌্যালি অনুষ্ঠিত হয় ও কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। র‌্যালিটি প্রশাসনিক ভবনের সামনে থেকে মুক্তিযুদ্ধ চত্ত্বর ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং নানা সংগঠন ও পরিষদের পক্ষ থেকে কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শেষ হয়।
শহিদ মিনারে প্রথমে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দেয়ালিকা উম্মোচন করেন। পরে নোবিপ্রবি বিভিন্ন অনুষদ, ইনস্টিটিউট, হল, বিভাগ, শিক্ষক সমিতি ও অফিসার্স এসোসিয়েশন, কর্মচারী প্রতিনিধি এর পক্ষ থেকে পুষ্পাঞ্জলি নিবেদন করা হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম মহান ভাষা আন্দোলনে নিহত শহিদদের স্মরণে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।

বিএনএ/ আব্দুল্লাহ আল মাহবুব শাফি,ওজি

Loading


শিরোনাম বিএনএ