16 C
আবহাওয়া
৫:১৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫

দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ,আহত ১৫

বিএনএ,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের ভৈরবে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১০ থেকে ১৫ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে পুলিশ ।রোববার(২১ ফেব্রুয়ারি)দুপুর দেড়টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. শাহিন জানান, কাউন্সিলর প্রার্থী আশরাফ আলী ও ফজুলর রহমানের সমর্থদের মধ্যে এ সংঘর্ষ হয়।এতে ১২ থেকে ১৫ জন আহত হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ফাঁকা গুলি করেছে। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ