বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুরে মায়ের কাছে টাকা চেয়ে না পাওয়ায় মো. জুনায়েদ (১৫) নামের এক কিশোর বিষপান করেছে। পরে বিষক্রিয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই কিশোর। সোমবার (২০ জানুয়ারি) রাতে ভুজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাহারটিলা এলাকায় এ ঘটনা ঘটে। জুনায়েদ দিনমজুর মো. হাসেমের ছেলে।
ইউপি সদস্য মো. লোকমান বলেন, জুনায়েদকে আমরা খুব কাছ থেকে দেখেছি। খুব ভালো ছেলে। তাদের সঙ্গে কারো শত্রুতা নেই। ছেলেটি কেন এমন করলো জানা নেই। বিষপানের পর ছেলেটিকে মেডিক্যাল নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুল হক বলেন, ছেলেটি মায়ের কাছ থেকে টাকা চেয়েছিল। মা টাকা দেয়নি তাই সে বিষপান করে। বিষপানের পর হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিএনএনিউজ/ বিএম/এইচমুন্নী