24 C
আবহাওয়া
২:৪৬ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টেকনাফে অটোরিকশা চালক খুন

টেকনাফে অটোরিকশা চালক খুন

খুন

বিএনএ,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ শামলা পুর থেকে মোহাম্মদ (২০)নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জানুয়ারি) বিকেল ৩টার দিকে শামলা পুর হোয়াইক্যং সড়কের মাঝামাঝি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোহাম্মদ টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকার বাদশাহ মিয়ার ছেলে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, যেখানে অটোরিকশা চালকের লাশ পাওয়া গেছে সেখানে ডাকাতদের আনাগোনা বেশি। ওই স্থানে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। লাশ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ডাকাত দলের সদস্যরা তাকে হত্যা করেছে।

বিএনএ/ এইচ এম ফরিদুল আলম শাহীন,ওজি

 

Loading


শিরোনাম বিএনএ