বিএনএ: লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নে ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।
শুক্রবার (২০ জানুয়ারি) ভোর রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দল তাদের গ্রেপ্তার করে। সদর উপজেলার টিকটিকির বাজার এলাকায় একটি সাদা রঙের প্রাইভেট কারে তল্লাশি করে ৭৭ বোতল ফেন্সিডিলসহ দুই পুলিশ সদস্যকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, রংপুর মাস্টারপাড়ার মেহেদী আলম(৩৪) ও পঞ্চগড় সদরের হারুনুর রশিদ (২৬)। আটককৃত মেহেদী আলম (বিপি-৯৭১৬১৮৪১২১) রাজারবাগ পুলিশ লাইন্সে ও হারুনুর রশিদ (বিপি-৯৫১৬১৯০৯৮১) রংপুর জেলা পুলিশে কর্মরত। আটককৃতদের নামে লালমনিরহাট সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। পরে বিকেলেই আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।
লালমনিরহাট সদর থানার ওসি এরশাদুল আলম জানান, দুই পুলিশ সদস্যকে ৭৭ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। এজাহারে পুলিশ সদস্য উল্লেখ না থাকলেও পরবর্তীতে শুনেছি আটককৃতরা পুলিশ সদস্য। তাদের বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
বিএনএনিউজ/এ আর