বিএনএ, পবিপ্রবি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় করোনা ভাইরাস প্রতিরোধে গণসচেতনতামূলক মাস্ক বিতরন অনুষ্ঠান। অনুষ্ঠানটির আয়োজন করেন উক্ত বিশ্ববিদ্যালয়ের রোভার ও গার্ল-ইন রোভার স্কাউট ইউনিট।
মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য শুক্রবার সকালে শিক্ষক , শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরন করেন তারা। সকাল ৯ ঘটিকায় উক্ত বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত মাস্ক বিতরন অনুষ্ঠানের উদ্বোধন করেন।
এ সময় তিনি বলেন ,করোনা প্রতিরোধে সকলকে সচেতন হতে হবে। মাস্ক পরিধান করতে হবে পাশাপাশি সাবান কিংবা হ্যান্ডওয়াশ দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে এবং সামাজিক দুরুত্ব বজায় রেখে চলতে হবে। এছাড়াও ভাইস চ্যান্সেলর ড. স্বদেশ চন্দ্র সামন্ত পবিপ্রবির রোভার ও গার্ল-ইন রোভার কে তাদের এই উদ্যোগের জন্য প্রশংসা জানান।
বিএনএনিউজ২৪.কম/ইমরান/এনএএম