24 C
আবহাওয়া
১:১৬ পূর্বাহ্ণ - মার্চ ২৯, ২০২৪
Bnanews24.com
Home » স্ত্রীসহ করোনামুক্ত হলেন চসিক প্রশাসক সুজন

স্ত্রীসহ করোনামুক্ত হলেন চসিক প্রশাসক সুজন

স্ত্রীসহ করোনামুক্ত হলেন চসিক প্রশাসক সুজন

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী করোনামুক্ত হয়েছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) আগ্রাবাদ মা ও শিশু হাসপাতাল থেকে করোনার রিপোর্ট নেগেটিভ আসার পর বিষয়টি নিশ্চিত করেছেন প্রশাসক সুজন নিজেই।

চসিক প্রশাসক সুজন বলেন, করোনায় আক্রান্ত হওয়ার পর থেকে দেশে এবং দেশের বাইরে দলীয় নেতা-কর্মী ও শুভাকাঙ্খীদের দোয়ায় আমরা সুস্থ হয়েছি। আগামী দিনগুলোতে যেন সুস্থ থেকে দেশ ও দশের কল্যাণে কাজ করতে পারি সেজন্য আমি সবার কাছে দোয়া চাই।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমার ওপর আস্থা রেখে আমাকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন। বিগত দিনগুলোতে আপনারা দেখেছেন, আমি প্রশাসক হিসেবে নগরবাসীর খাদেম হিসেবে কাজ করেছি। আর যে কয়টা দিন হাতে আছে তা পুরোপুরি কাজে লাগাতে চাই।

এর আগে ৬ জানুয়ারি চসিক প্রশাসক খোরশেদ আলম সুজন ও তার স্ত্রী সহকারি অধ্যাপক তাহমিনা আকতার দুইজনের করোনা পজেটিভ ফলাফল আসে। তখন থেকে করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশনে থাকলেও সিটি করপোরেশনের কার্যক্রমের গতি ধরে রাখতে ভিডিও কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ কাজের নিয়মিত খোঁজ খবর রেখেছেন তিনি।

প্রসঙ্গত, চসিকের পঞ্চম নির্বাচিত পরিষদের মেয়র আ জ ম নাছির উদ্দীনের মেয়াদ গত ৫ আগস্ট শেষ হওয়ার পর ৬ আগস্ট প্রশাসকের দায়িত্ব নেন সুজন। বৈশ্বিক মহামারী করোনা, বর্ষায় চট্টগ্রামে জলাবদ্ধতা, পাহাড়ধসের আশঙ্কা থাকায় নির্দিষ্ট সময়ে নির্বাচন না হওয়ায় খোরশেদ আলম সুজনকে চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আগামী বুধবার (২৭ জানুয়ারি) চসিকের নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ