30 C
আবহাওয়া
৯:২৫ অপরাহ্ণ - আগস্ট ১৭, ২০২৫
Bnanews24.com
Home » স্বর্ণের দাম বাড়ল : নতুন মূল্য কার্যকর ২০ নভেম্বর থেকে

স্বর্ণের দাম বাড়ল : নতুন মূল্য কার্যকর ২০ নভেম্বর থেকে

দেশের বাজারে প্রতি ভরিতে ভালো মানের স্বর্ণের (২২ ক্যারেট) দাম কমেছে তিন হাজার ৪৬৪ টাকা। এখন থেকে দেশের বাজারে প্রতি ভরি ২২ ক্যারেটের স্বর্ণের বিক্রি হবে

বিএনএ,ঢাকা: স্বর্ণের দাম বৃদ্ধি করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। প্রতি ভরিতে সর্বোচ্চ ২,৯৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এখন ২২ ক্যারেটের ভালো মানের এক ভরি স্বর্ণের দাম হবে ১,৩৭,৪৪৯ টাকা।

মঙ্গলবার (১৯ নভেম্বর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের মূল্যবৃদ্ধির কারণে স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম আগামীকাল (২০ নভেম্বর) থেকে কার্যকর হবে। এর আগে, গত ১৪ নভেম্বর প্রতি ভরিতে সর্বোচ্চ ১,৬৮০ টাকা কমানো হয়েছিল।

নতুন দামে বিভিন্ন ক্যারেটের স্বর্ণের মূল্য:
– ২২ ক্যারেট: ১,৩৭,৪৪৯ টাকা
– ২১ ক্যারেট: ১,৩১,১৯৭ টাকা
– ১৮ ক্যারেট: ১,১২,৪৫৩ টাকা
– সনাতন পদ্ধতি: ৯২,২৮৬ টাকা

রুপার দাম অপরিবর্তিত:
রুপার ক্ষেত্রে কোনো পরিবর্তন হয়নি। প্রতি ভরি রুপার দাম নিম্নরূপ:
– ২২ ক্যারেট: ২,৫৭৮ টাকা
– ২১ ক্যারেট: ২,৪৪৯ টাকা
– ১৮ ক্যারেট: ২,১১১ টাকা
– সনাতন পদ্ধতি: ১,৫৮৬ টাকা

গত ১৪ নভেম্বর স্বর্ণের দাম কমানোর পর ১৫ নভেম্বর থেকে তা কার্যকর হয়েছিল। তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রতি ভরি ১,৩৪,৫০৯ টাকা, যা আজকের তুলনায় কম। তবে নতুন মূল্য কার্যকর হওয়ার পর আগামীকাল থেকে স্বর্ণের বর্ধিত দামে কেনাবেচা হবে।

বিএনএনিউজ২৪, এসজিএন/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ