ফেনীর ৩ আসনে ২৬ জনের আ.লীগের মনোনয়ন ফরম জমা
16 C
আবহাওয়া
৫:৪২ পূর্বাহ্ণ - জানুয়ারি ১, ২০২৫
Bnanews24.com
Home » ফেনীর ৩ আসনে ২৬ জনের আ.লীগের মনোনয়ন ফরম জমা

ফেনীর ৩ আসনে ২৬ জনের আ.লীগের মনোনয়ন ফরম জমা

ফেনীর ৩টি আসনে ২৬ জনের আ.লীগের মনোনয়ন ফরম জমা

বিএনএ, ফেনী: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনীর তিনটি আসনে নৌকার মাঝি হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছেন অন্তত ২৬ জন। আওয়ামী লীগের ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউ কার্যালয় থেকে রোববার (১৯ নভেম্বর) মনোনয়ন ফরম জমা দেন ১৫ জন এবং সোমবার জমা দেন আরও ৫ জন প্রার্থী।

নির্বাচন পরিচালনা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক শনিবার (১৮ নভেম্বর) থেকে সারাদেশের সংসদ সদস্য প্রার্থীরা আওয়ামী লীগের মনোনয়ন ফরম ক্রয় শুরু করেছেন।

ফেনী-১ আসন থেকে ৯ জন, ফেনী-২ আসন থেকে ৫ জন, ফেনী-৩ আসন থেকে ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন বলে জানা গেছে।

ফেনী-১ (পরশুরাম-ফুলগাজী ও ছাগলনাইয়া) ভিআইপি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আওয়ামী লীগের ১ নং কার্যনির্বাহী সদস্য, প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম, জেলা আওয়ামী লীগের অন্যতম সদস্য মিজানুর রহমান মজমুদার, ছাগলনাইয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাউল হায়দার চৌধুরী সোহেল, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আবদুল্লাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আবদুল কাদির ভূঁইয়া বাবু, ইলিয়াস জাকারিয়া জুয়েল, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য, সুপ্রিম কোর্টের আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল হারুন ভূঁইয়া রাসেল, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট সাহাব উদ্দিন আহমেদ ও আওয়ামী লীগ সমর্থক রোকেয়া প্রাচী।

ফেনী-২ (সদর) আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ফেনীর সাবেক মেয়র মোশাররফ হোসেন মিয়া হাজারী, আওয়ামী লীগ নেতা আমান উদ্দিন দুলাল ও ফেনী জেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শাখাওয়াত হোসেন ভূঁইয়া।

আরও পড়ুন: তৃতীয় দিনে আওয়ামী লীগের ৭৩৩টি মনোনয়ন ফরম বিক্রি

ফেনী-৩ (দাগনভূঞা-সোনাগাজী) আসনে মনোনয়নপত্র জমা দেন সাবেক সংসদ সদস্য হাজী রহিম উল্লাহ ও তাঁর সহধর্মিনী পারভীন আক্তার, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও দাগনভূঁইয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান জহির উদ্দিন মাহমুদ লিপটন, সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম খোকন, জেলা আওয়ামী লীগের সদস্য আবুল বাশার, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট নিজাম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আকরাম হোসেন হুমায়ুন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি জেড এম কামরুল আনাম, চাকসু সাবেক জিএস আজিম উদ্দিন, আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিপির সদস্য একে আজাদ, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমজাদ হাজারী, জাপান আওয়ামী লীগের সভাপতি সামছুল আলম ভুট্টো।

মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া যাবে বলে জানা যায়।

বিএনএনিউজ/ এবিএম নিজাম উদ্দিন/ বিএম,জিএন

Loading


শিরোনাম বিএনএ