16 C
আবহাওয়া
৩:০০ পূর্বাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » ছিনতাই হওয়া দুই জঙ্গিকে ধরতে রেড অ্যালার্ট জারি: স্বরাষ্ট্রমন্ত্রী

ছিনতাই হওয়া দুই জঙ্গিকে ধরতে রেড অ্যালার্ট জারি: স্বরাষ্ট্রমন্ত্রী


বিএনএ ডেস্ক: প্রকাশক দীপন হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছিনতাই হওয়া দুই জঙ্গিসহ জড়িতদের ধরতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (২০ নভেম্বর) সচিবালয়ে জঙ্গি ছিনতাই ঘটনার প্রতিক্রিয়ায় তিনি এ তথ্য জানান। বলেন, পুলিশ হন্যে হয়ে তাদের খুঁজছে। আশা করি, শিগগিরই তাদের ধরতে পারব। সীমান্ত এলাকায় বলা হয়েছে, তারা যেন পালিয়ে যেতে না পারে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। কারও অবহেলা বা গাফিলতি থাকলে তার বিরুদ্ধে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তদন্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব।

রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের প্রধান ফটকের সামনে থেকে মোটরসাইকেলে করে এসে দুই আসামিকে ছিনিয়ে নেয় জঙ্গিরা। ছিনিয়ে নেয়া দুজন হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার মাধবপুরের মইনুল হাসান শামীম এবং লালমনিরহাটের আদিতমারি উপজেলার ভেটেশ্বর গ্রামের আবু সিদ্দিক সোহেল ওরফে সাকিব।

রাজধানীর মোহাম্মাদপুর থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজ হাজিরা ছিল ওই দুই আসামির।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ