22 C
আবহাওয়া
৭:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১৫, ২০২৪
Bnanews24.com
Home » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনশন করছে বিএনপি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনশন করছে বিএনপি

খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে অনশন করছে বিএনপি

বিএনএ ঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে যেতে দেয়ার দাবিতে গণঅনশন করছে দলটির নেতাকর্মীরা।

শনিবার (২০ নভেম্বর) সকাল ৯টা থেকে নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের সামনে এই গণঅনশন কর্মসূচি শুরু হয় ।

এতে অংশ নিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটিসহ শীর্ষপর্যায়ের সব নেতারা। কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শুরু করা হয়।

এরআগে শনিবার সকাল ৯টার আগেই নয়া পল্টনে বিএনপির কার্যালয়ের নিচতলায় জড়ো হতে হন নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়তে থাকে নেতাকর্মীর সংখ্যা। এতে আশেপাশের সড়কগুলোতে যানজটের সৃষ্টি হতে দেখা গেছে।

এছাড়া, দেশের বিভিন্ন বিভাগীয় শহর ও জেলাগুলোতেও সকাল ৯টা থেকে অনশন কমর্সূচি পালিত হচ্ছে বলে জানা গেছে।

এদিকে, গণঅনশন কর্মসূচি উদ্বোধন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৬ কোটি মানুষের সবচেয়ে জনপ্রিয় নেতা গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে রয়েছেন। সাবেক এই প্রধানমন্ত্রী এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। পরিবারের সদস্যরা বারবার আবেদন করলেও  সরকার খালেদা জিয়া’র বিদেশে চিকিৎসার সুযোগ দিচ্ছে না। এই কর্মসূচি ১৬ কোটি মানুষের কর্মসূচি বলেও মন্তব্য করেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ
প্রবাসীদের স্বজনদের জন্য শাহজালালে ওয়েটিং লাউঞ্জ উদ্বোধন দেশীয় জাত সংরক্ষণে বিএলআরআইকে ভূমিকা রাখতে হবে-মৎস্য উপদেষ্টা ছাত্র-জনতার আন্দোলনে নিহত আব্দুল্লাহর বাড়িতে নৌ উপদেষ্টা জুলাই-আগস্ট বিপ্লবের লক্ষ্য ছিল বৈষম্যহীন সমাজ গঠন--ভূমি উপদেষ্টা গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা, পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ৩০ নভেম্বরের মধ্যে শেষ করতে হবে হজের প্রাথমিক নিবন্ধন ময়মনসিংহে বাস উল্টে পুকুরে, নিহত ১, আহত ৮ রাবি ভর্তি পরীক্ষায় পোষ্য কোটা বাতিল চেয়ে আমরণ অনশনে পাঁচ শিক্ষার্থী ধেয়ে আসছে দুই ঘূর্ণিঝড় চসিকে যে দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র বের হওয়া উচিত : মেয়র