16 C
আবহাওয়া
৮:২১ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন প্রণয় ভার্মা

শেখ হাসিনা ইস্যুতে যা জানালেন প্রণয় ভার্মা


বিএনএ ডেস্ক : ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা জানিয়েছেন, ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইস্যুতে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে কোনো আলোচনা হয়নি।তবে অন্তর্বর্তী সরকারের সঙ্গে আমাদের সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, এটি আমাদের দুই দেশের সম্পর্ক নিয়ে নিয়মিত বৈঠকের অংশ ছিল। আমরা দুই দেশের নিরাপত্তা ও উন্নয়ন নিয়ে আলোচনা করেছি।

প্রণয় ভার্মা বলেন, আমাদের মধ্যে বিদ্যমান ইতিবাচক সম্পর্ক দুই দেশের মানুষের কল্যাণে ভূমিকা রাখবে বলে আমার বিশ্বাস। ভারত বাংলাদেশের ওপর নির্ভরশীল, বাংলাদেশ ভারতের ওপর নির্ভরশীল, ফলে পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক আরও এগিয়ে নেওয়া দরকার।

বিএনএ/ ওজি/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ