23 C
আবহাওয়া
৮:৫২ অপরাহ্ণ - ফেব্রুয়ারি ৫, ২০২৫
Bnanews24.com
Home » মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলের কারাদণ্ড

মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলের কারাদণ্ড

মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলের কারাদণ্ড

বিএনএ, চাঁদপুর: চাঁদপুরে মা ইলিশ ধরার অভিযোগে ১১ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ১০ কেজি ইলিশ মাছ ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। রোববার (২০ অক্টোবর) দুপুরে এক  প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।

কোস্টগার্ড জানায়, ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণে শনিবার রাত ২টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত চাঁদপুর কোস্টগার্ড স্টেশন মেঘনা নদীর মোহনা, হরিনা ফেরিঘাট, আলু বাজার ফেরিঘাট এবং তৎসংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১১ জন জেলেসহ ১৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ মাছ এবং ১টি ইঞ্জিন চালিত কাঠের বোট জব্দ করে।

জব্দকৃত জাল উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) উপস্থিতিতে পুড়িয়ে নষ্ট করা হয় এবং ইলিশ মাছ স্থানীয় মাদ্রাসা ও গরিব দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়। পরে আটক ১১ জন জেলেকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে চাঁদপুর নৌ-পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে বিক্ষুব্ধ ছাত্র জনতার ভাঙচুর রাশিয়ায় তেল ডিপোতে ইউক্রেনের হামলা প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রশিবিরের ৯ দফা আহ্বান আনোয়ারায় নৌযান মালিক-মাঝিদের প্রশিক্ষণ চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আ.লীগ নেতাসহ গ্রেপ্তার ৩৪ যৌক্তিক-অযৌক্তিক আন্দোলনে রাস্তা বন্ধ করা উচিত নয়- স্বরাষ্ট্র উপদেষ্টা         সুপ্রিমকোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের ওপর বিএনপি কর্মীদের হামলা শিক্ষার সাথে নৈতিকতার সংযোগ না ঘটলে মানুষ হওয়া যায় না-ধর্ম উপদেষ্টা ওয়াশিংটন পৌঁছেছেন ব্যারিস্টার জায়মা রহমান ২০৩০ সালের আগেই একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে চায় সরকার-পরিবেশ উপদেষ্টা