16 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » ম্যানচেস্টারে চট্টগ্রাম সমিতির অফিস উদ্বোধন

ম্যানচেস্টারে চট্টগ্রাম সমিতির অফিস উদ্বোধন

ম্যানচেস্টারে চট্টগ্রাম সমিতির অফিস উদ্বোধন

বিএনএ, ম্যানচেস্টারঃ জমকালো আয়োজন ও মিলাদ-মাহফিলের মাধ্যমে  ম্যানচেস্টারে চট্টগ্রাম সমিতির নতুন অফিস উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৮ অক্টোবর) ম্যানচেস্টার এর স্থানীয় সময় রাত ৯টার সময় অফিস উদ্বোধনের জমকালো আয়োজন শুরু হয়। এসময় সংগঠনের সেক্রেটারি ইব্রাহিম খলিল ইবুর (আনোয়ারা) সঞ্চলনায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম সমিতির চেয়ারম্যন মোঃ নাছের (আগ্রাবাদ)।

এতে অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ লোকমান চৌধুরী ( রাউজান), নাসিরুল আলম (পতেঙ্গা), মীর শহীদ (আনোয়ারা), মোঃ নাসির (চকবাজার) মোঃ মহিউদ্দিন (কর্নফুলী), খায়রুজামান যাদু (হালিশহর), ডাঃ নুরুল হাসান (আনোয়ারা), সাইফুল ইসলাম পলাশ(পতেঙ্গা), আনোয়ারুল ইসলাম (আনোয়ারা), শোয়েব মাহমুদ জগনু (পটিয়া), নজরুল ইসলাম (আনোয়ারা), মোঃ মাসুদ, জাবেদ ঊদ্দিন, মোঃ এনামুল হক, এহসানুল শাহ, মহিউদ্দিন মাহি, মোঃইয়াকুব, জাহেদ শাহ, ইসমাইল হোসেন বেলাল, ফখরুল ইসলাম, রিয়াদ উদ্দিন, আকবর আলী, মৌলানা সৈয়দ জামাল, মোঃ আমিন প্রমুখ।

পরে ঈদে মিলাদুন্নবী(স.) নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করে দেশ ও প্রবাসীদের শান্তি কামনায় চট্টগ্রাম সমিতির সফলতা কামনা করে মুনাজাত করেন ম্যানচেস্টারের শাহ- জালাল মসজিদের ইমাম খায়রুল হুদা খান।

বিএনএনিউজ,

Loading


শিরোনাম বিএনএ