25 C
আবহাওয়া
৮:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ১৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮

চট্টগ্রামে করোনায় মৃত্যু ১, শনাক্ত ৮

চট্টগ্রামে করোনায় আক্রান্ত আরও ৫৩৯ জন

বিএনএ, চট্টগ্রাম : গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় মারা গেছেন ১ জন। একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ জনের।

বুধবার (২০ অক্টোবর) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের ১১টি ও কক্সবাজারের একটি ল্যাবে ১ হাজার ৫০৬ জনের নমুনা পরীক্ষা করে ৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তের হার ০.৫৩ শতাংশ।

করোনা শনাক্ত হওয়াদের মধ্যে নগরের বাসিন্দা ৪ জন।আর পটিয়া ও রাঙ্গুনিয়ায় একজন করে এবং রাউজানে দুই জন করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিন সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, চন্দনাইশ, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, হাটহাজারী, সীতাকুণ্ড, মিরসরাই ও সন্দ্বীপে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হননি।

চট্টগ্রামে এ পর্যন্ত ১ লাখ ২ হাজার ১৩৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে নগরের বাসিন্দা ৭৩ হাজার ৯১৫ জন, বাকি ২৮ হাজার ২২১ জন বিভিন্ন উপজেলার।

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত মোট ১ হাজার ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭২১ জন চট্টগ্রাম নগরের, আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৫৯৫ জনের।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল সাতকানিয়ায় কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু ব্রেকিংয়ের প্রতিযোগিতায় অনেক গণমাধ্যম অপতথ্য ছড়ায় : আসিফ নজরুল তীব্র আবাসন সঙ্কটে নোবিপ্রবির শিক্ষার্থীরা ফটিকছড়িতে টমটমের ধাক্কায় বাইক আরোহী নিহত টিভি উপস্থাপক হলেন প্রতিরক্ষা মন্ত্রী ভারতীয় প্রেমচাঁদ ফেলোশিপ পেতে যাচ্ছেন রাবি অধ্যাপক সফিকুন্নবী সামাদী আনোয়ারায় ঘুমের মধ্যে স্ট্রোক করে যুবকের মৃত্যু উত্তরাঞ্চলবাসীদের আঞ্চলিকভাবে চিন্তা না করার আহ্বান : সমাজকল্যাণ উপদেষ্টা কাঙ্ক্ষিত জাতি গঠনে শিক্ষক সমাজকে ঐতিহাসিক দায়িত্ব পালন করতে হবে: মুহাম্মদ শাহজাহান